প্রচ্ছদ » আইন আদালত/সাজা » স্বাস্থ্যবিধি নিশ্চিত করণে জগন্নাথপুর প্রশাসন মাঠে, তিন জনকে অর্থদন্ড
স্বাস্থ্যবিধি নিশ্চিত করণে জগন্নাথপুর প্রশাসন মাঠে, তিন জনকে অর্থদন্ড
প্রতিনিধি
২ এপ্রিল ২০২১ , ৫:০৩:২২অনলাইন
সংস্করণ
মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি নিশ্চিত করনে জগন্নাথপুরে মাঠে নেমেছে প্রশাসন। মূখে মাস্ক ব্যবহার না করায় তিন পথচারীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়াও জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়েছে। দেশে দ্বিতীয় দফায় মরনব্যাধী করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্বাস্হ্যবিধি নিশ্চিত করণের লক্ষে ২ রা এপ্রিল শুক্রবার সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এসময় মূখে মাস্ক ব্যবহার না করে অবাধে চলাফে তিন জন পথচারীকে ৯শ’ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও করোনার সংক্রমণ প্রতিরোধ স্বাস্হ্যবিধি মেনে চলার জন্যে প্রচারণা চালানোর পাশাপাশি জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে । জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান বলেন, করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে সরকারি নির্দেশনা অনুয়ায়ি আমরা মাঠে কাজ করছি। সরকারি নির্দেশনা কেউ অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেয়া হবে।