প্রতিনিধি ২০ এপ্রিল ২০২১ , ১:২০:২৬ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার ২নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সুলেমানপুর গ্রাম সংলগ্ন কবরস্থানের পাশে ৩৭টি করছ গাছ কাটার অভিযোগ উঠেছে সুলেমানপুর গ্রামের আক্তারুজ্জামান আলম ও বশির মিয়ার বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ই এপ্রিল সকাল ১০টায় কবরস্থানের পাশের করছ গাছ গুলো আক্তারুজ্জামান আলমের নির্দেশনায় বশির মিয়ার পরিচালনাধীন গাছ গুলো কাটা হয়। বনবিভাগ কে না বলেই ক্ষমতার বলে প্রশাসন কে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে গাছগুলো কেটে ফেলা হয়। পরে স্থানীয়রা বনবিভাগের কর্মকর্তা কে বিষয়টি জানায়। এখন এপর্যন্ত উক্ত ঘটনায় কোনো মামলা নেওয়া হয়নি। তবে বর্তমানে বিষয়টি দামা ছাপা দেওয়ার চেষ্টা চলছে।
এ ব্যাপারে বশির মিয়ার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে গাছ কাটার বিষয়টি অস্বীকার করে জানান বিষয়টি তিনি জানেন না বলে ও জানান।
এ ব্যাপারে তাহিরর্পু উপজেলা বনবিভাগের কর্মকর্তা আনোয়ার হোসেন জানান,গাছ গুলো আমি সরেজমিন দেখে এসেছি। এই গাছগুলো যদিও সরকারী না তারপরেও কবরস্থানের পাশে এই গাছগুলো কেটে ফেলা পরিবেশ আইনে অপরাধ তাই মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।