প্রতিনিধি ৪ এপ্রিল ২০২১ , ১০:২৭:১৮ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে হেফাজতের মিছিল থেকে থানায় পুলিশের উপর হামলার ঘটনায় আটক ৯ জনের নাম উল্লেখ করে ৯০০জনকে আসামী করে পুলিশ বাদি হয়ে ছাতক থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় আটককৃত আলী হেসেন, জনি আহমদ, সুমন আহমদ, আবুল হেসেন, রাজন আহমদ, জয়নাল আবেদীন, একরাম হেসেন, মোস্তাফিজুর রহমান ফাহিম, শামস উদ্দিনসহ এজাহারভূক্ত ৯৪জনের নাম উল্লেখ করে আজ রবিবার বিকেল সাড়ে ৩টায় ছাতক থানার এস আই আনোয়ার হোসেন বাদি হয়ে ৯০০ জনকে আসমী করে থানায় এ মামলাটি দায়ের করা হয়েছে।
গতকাল শনিবার রাত ৯টায় ছাতক থানায় হামলার ঘটনায় কর্তব্যরত ৮ পুলিশ সদস্য আহত হয়। আহতরা হলেন পুলিশ সদস্য আব্দুর রাকিব, সাইফুল ইসলাম, দিলশাদ মিয়া, সুবল চন্দ্র ও রবিউল ইসলাম, এজহারুল ইাসলাম, আল-আমিন, আব্দুল মুতালিব আহত হয়েছেন। এদের মধ্যে রাকিবের অবস্থা গুরুতর।
শনিবার (০৩ এপ্রিল) রাতে ঐ হামলার ঘটনাটি ঘটিয়েছে হেফাজতের কর্মী ও মামুনুল হকের সমর্থকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এ ঘটনায় রাতেই পুলিশ সুপার মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ছাতক থানার পুলিশ সূত্রে জানা যায়, রাতে হেফাজতের কর্মী-সমর্থকরা মামুনুল হকের সমর্থনে শহরে বাস স্টেশনরোড এলাকায় মিছিল বের করেন। মিছিলকারীরা মিছিল করে যাওয়ার সময় শহরে দায়িত্বপালনরত পুলিশ সদস্যদের উপর হামলা করেন। এতে ৮ পুলিশ সদস্য আহত হন। পরে তারা ছাতক থানাকে লক্ষ্য করে ইট, পাথর ছুড়তে থাকলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১০৮ রাউন্ড রাবার ভুলেট ২৬ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে।
এ ব্যাপারে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাজিম উদ্দিন জানান, মিছিলাকারীরা পুলিশের ৮ সদস্যের উপর হামলা করে আহত করে। তারা মিছিল শেষে সুরমা নদীপাড় হয়ে যাওয়ার সময় থানা ভবণে ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১০৮ রাউন্ড রাবার ভুলেট ২৬ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে। থানা ভবনের সেবাচত্বরের রিসিপশনরোমও ভাঙচুর করে। এ ঘটনায় ৯ জনকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ শেষে মামলায় এজাহারভূক্ত ৯৪জনের নাম উল্লেখ করে ৯০০ জনকে আসমী করে মামলা করা হয়েছে। ছাতক পৌরশহরে অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে। আহত পুলিশ সদস্যরা ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা নিয়েছেন