• মাদকদ্রব্য উদ্ধার/আটক

    সিলেটে ইয়াবা ও হেরোইনসহ যুবক গ্রেফতার

      প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২১ , ৬:৫০:২৯ অনলাইন সংস্করণ

    মোঃ বদরুজ্জামান বদরুলঃ সিলেট নগরীর শাহী ঈদগাহ (টিবি গেইট) এলাকা থেকে র‌্যাব হেরোইন ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ইমন আহম্মেদ রাসেলকে (২০) গ্রেফতার করেছে। এসময় র‌্যাব তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ও ৭১ পুরিয়া হেরোইন উদ্ধার করে।

    গ্রেফতারকৃত রাসেল দক্ষিণ সুরমা থানাধীন দক্ষিণ খোজারখলা এলাকার সিরাজুল ইসলাম সেলিমের ছেলে। বুধবার (২৮ এপ্রিল) দুপুরে কোতোয়ালি থানা পুলিশ র‌্যাবের দায়েরকৃত মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। এরআগে মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব তাকে গ্রেফতার করে।

    বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯ এর এএসপি ওবাইন। তিনি বলেন, গ্রেফতারকৃত রাসেলের কাছ র‌্যাব ইয়াবা ও হেরোইন উদ্ধার করে। তার বিরুদ্ধে র‌্যাব মাদক আইনে মামলা দায়ের করেছে।

    আরও খবর

    Sponsered content