প্রতিনিধি ৯ এপ্রিল ২০২১ , ৯:৪৫:১৩ অনলাইন সংস্করণ
জাকারিয়া আবুল:: সিলেট নগরীতে পিকআপের ধাক্কায় আব্দুল মতিন (৬০) নামে এক যুক্তরাজ্য প্রবাসী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর হুমায়ুন চত্বরে এ ঘটনা ঘটে।
তিনি গোলাপগঞ্জ উপজেলার লক্ষিপাশা ইউপির জগঝাপ গ্রামের আব্দুল মজিদের ছেলে। বর্তমানে তিনি সিলেট নগরীর উপশহর ডি ব্লকের ২৩নং বাসায় বসবাস করছেন। কিছুদিন পূর্বে তিনি যুক্তরাজ্য থেকে দেশে আসেন।
জানা যায়, বৃহস্পতিবার রাতে তিনি স্ত্রী কে নিয়ে বাসায় ফিরছিলেন। নগরীর হুমায়ুন চত্বরে পেছন থেকে একটি পিকআপ ভ্যান তাদের কে ধাক্কা দেয়। তাৎক্ষনিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ ঘটনায় তার স্ত্রী খালেদা বেগম (৪৫) গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি সিলেটের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত আব্দুল মতিনের লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে রয়েছে।
সত্যতা নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক পিকআপ থানা হেফাজতে রয়েছে।