প্রতিনিধি ৪ এপ্রিল ২০২১ , ২:৪৬:১২ অনলাইন সংস্করণ
নবীন মাহমুদ ঝালকাঠী জেলা প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে জাটকা সংরক্ষন সপ্তাহ উপলক্ষে জেলেদের সাঁতার প্রতিযোগীতা অুনষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদের পুকুরে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা চত্ত¡রে জাটকা সংরক্ষন সপ্তাহ উপলক্ষে র্যালিও বের করা হয়। এ প্রতিযোগীতা মোট ১৮ জন জেলে অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করেন জেলে রাকিব হোসেন, দ্বিতীয় হন জেলে হাসান মিয়া ও তৃতীয় স্থান অর্জন করেন সুমন হোসেন। বিজয়ী জেলেদের মাঝে পুরষ্কার তুলে দেন এবং জাটকা সংরক্ষন সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান। জাটকা সংরক্ষন সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটি আয়োজিত এ অনুষ্ঠানে ইউএনও মোক্তার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন এসিল্যান্ড অনুজা মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মোজাম্মেল হোসেন প্রমুখ।