প্রতিনিধি ৪ এপ্রিল ২০২১ , ২:৫৮:২৩ অনলাইন সংস্করণ
নবীন মাহমুদ, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদাল আভিযান চালিয়ে গত ৪ এপ্রিল রোববার সকাল সারে পাঁচটার দিকে ৪জন শিক্ষককে করোনা কালিন সময় নিষেধ করার পরেও গোপনে প্রাইভেট পড়ানোর অপরাধে মোট ১২ হাজার টাকা জরিমানা করেছেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট,ইউএনও মোঃ মোক্তার হোসেন বলেন, করোনার প্রাদুর্ভাব বৃদ্ধির কারনে শিক্ষার্থী জমায়েত করে প্রাইভেট না পড়ানোর জন্য সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে। তার পরেও নিষেধাজ্ঞা অমান্য করে যারা প্রাইভেট পড়াচ্ছিলেন গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই শিক্ষকদেরকে হাতেনাতে ধরে জরিমানা করা হয়। ওইসকল শিক্ষকরা হলেন, রাজাপুরের মোঃ আঃ শুকুরকে পাঁচ হাজার টাকা, রোকেয়া খাতুনকে এক হাজার টাকা, হাইলাকাঠি গ্রামের গৌতমদাসকে এক হাজার টাক ও মঠবাড়ি গ্রামের মোঃ ফেরদাউসকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।