প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২১ , ২:৩৩:৩৯ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ মোটরসাইকেল দুর্ঘটনায় জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী মোঃ গোলাম সারোয়ার আহত হয়েছেন বলে জানা গেছে।
জানাযায়,সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ গোলাম সারোয়ার ২৩ শে এপ্রিল শুক্রবার মোটরসাইকেল যোগে সুনামগঞ্জ থেকে জগন্নাথপুর আসার পথে জগন্নাথপুর – পাগলা সড়কের নির্মাণাধীন ব্রিজের এপ্রোচের গর্তে পড়ে তিনি গুরুতর আহত হন। সিলেট শহরস্থ পপুলার ক্লিনিকে হাতে ও পায়ে সফল অস্ত্র- প্রচারের পর ২৪ শে এপ্রিল তাঁর নিজ বাড়ি ময়মনসিংহে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে-আহত প্রকৌশলী গোলাম সারোয়ার এর আশু সুস্থতা কামনা করেছেন জগন্নাথপুরবাসী।