প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২১ , ২:৩২:২৩ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধি:: পবিত্র রমযান মাসে আলেম-ওলামাদের উপর জুলূম- নির্যাতন বন্ধ করতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর কেন্দ্রীয় নেতা জনাব খোরশেদ আলম।
রহমত, বরকত ও নাজাতের বার্তা নিয়ে আমাদের মাঝে হাজির মহাসম্মানিত মাহে রমজান
রমজান সিয়াম সাধনা করে মহান রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য। আর এই রোজার মাসে তারাবীহ নামাজ পড়ে বের হওয়ার পর মসজিদের সামনে থেকে গ্রেফতার করা হচ্ছে নিরীহ আলেম, মসজিদের ইমাম, খতীব এবং হেফাজতে ইসলামের কেন্দ্রীয়, জেলা ও থানা নেতৃবৃন্দকে। এই গ্রেফতারে গভীর উদ্বেগ প্রকাশ করছে সর্বমহল।
অবিলম্বে গ্রেফতারকৃত ওলামায়ে কেরামদের মুক্তির দাবি জানাচ্ছি। রোজাদার মুসল্লিদের সাথে অসৌজন্যমূলক আচরণ এবং অসম্মান কখনো বরদাস্ত করা হবে না।
ভিন্নমতের লোকদের ও আলেমদের গ্রেফতার করে সরকার চরম জুলুম করেছে। আমি সরকারকে বলব, জুলুম-নিপীড়ন চালিয়ে ক্ষমতা দীর্ঘায়িত করা যাবে না এবং দেশপ্রেমিক ও গণতন্ত্রকামী দেরকে স্তব্ধ করা যাবে না।
ইসলামি মূল্যবোধ ও দেশ প্রেম বুকে ধারণ করে জবাবদিহিতামূলক কার্যক্রম পরিচালনায় কাজ করতে হবে।