• অনিয়ম / দুর্নীতি

    নলছিটিতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মালিককে ১লাখ টাকা জরিমানা

      প্রতিনিধি ২২ এপ্রিল ২০২১ , ২:৪২:২২ অনলাইন সংস্করণ

    নবীন মাহমুদ, ঝালকাঠি জেলা প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে অবৈধ ভাবে বালু উত্তোলন করার অভিযোগে বরিশালের ড্রেজার মালিক আরিফুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মোহম্মদ সাখাওয়াত হোসেন।

    বৃহস্পতিবার (২২ এপ্রিল) ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নলছিটি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাখাওয়াত হোসেন দুপুর ১১টার দিকে পৌর এলাকার খোজাখালি নামক স্থানে অভিযান চালিয়ে আরিফুর রহমান নামের ড্রেজার মালিককে বালুমহাল ও ভূমি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় এ জরিমানা করেন।

    ২০ এপ্রিল উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার সারদল- খোজাখালি এলাকায় অভিযান চালিয়ে আরেক ড্রেজার মালিকের ৬০ হাজার টাকা জরিমানা করেন। শহরের বিভিন্ন এলাকায় রাস্তার উপরে বালু উত্তোলনের পাইপ খুলে ফেলেন।

    এসময় তিনি জানান,প্রভাবশালী কেউ অবৈধভাবে বালু উত্তোলন করলে মালিকের প্রতি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা এ ব্যাপারে কাউকে ছাড় দিবো না।

    উপজেলা নির্বাহী অফিসারের অভিযানের দুই দিন পরই আরেক ড্রেজার মালিককে ১ লক্ষ টাকা জরিমানা করেন উপজেলা প্রশাসন।

    আরও খবর

    Sponsered content