• সারাদেশ

    ঠাকুরগাঁও চিনিকলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সভা বন্ধের নির্দেশ

      প্রতিনিধি ১ এপ্রিল ২০২১ , ১০:১৪:৫৮ অনলাইন সংস্করণ

    মাহমুদ আহসান হাবিব,ঠাকুরগাঁও॥ ঠাকুরগাঁও সুগার মিলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ সভা বন্ধের নির্দেশনা প্রদান করা হয়েছে।

    গত বুধবার সদর থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ নির্দেশনা প্রদান করা হয়।

    নির্দেশনায় জানা যায়, সুগার মিলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ সভা আজ বৃহস্পতিবার হওয়ার কথা ছিল। কিন্তু বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় এ সময় সভা করার সরকারি নিষেধাজ্ঞা থাকায় এ নোটিশ প্রদান হয়েছে। তবে এ নিয়ে শ্রমিকদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে।

    আরও খবর

    Sponsered content