• মানববন্ধন

    ঠাকুরগাঁওয়ে আসিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

      প্রতিনিধি ১ এপ্রিল ২০২১ , ১২:০৮:৪১ অনলাইন সংস্করণ

    মাহমুদ আহসান হাবিব ঠাকুরগাঁও: আসিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন গতকাল বুধবার দুপুরে ঠাকুরগাঁও সরকারি ভোকেশনাল স্কুল এ্যান্ড কলেজের সামনে তার এস এস সি ভোকেশনাল ২০২০শিক্ষা বর্ষের সহপাঠী ও এলাকাবাসীর উদ্যেগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন করেন নিহত আসিফ এর স্কুল সহপাঠীরা , এলাকাবাসী নিহতের মা আমেনা ও বড় ভাই আশরাফুল ইসলাম । নিহত আসিফের বাড়ি ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার সালান্দর ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামে মানববন্ধনে তারা বক্তব্যে বলেন হত্যাকারীদের গ্রেফতার করে দ্রুত বিচারের দাবি জানান। উল্লেখ্য গত ১৬ ফেব্রুয়ারি রাত ৯ টার দিকে আসিফ কে বাসা থেকে ডেকে নিয়ে যায় ,সাগর সহ আরো ৪ জন , পর দিন সকালে বাড়ির অদূরে একটি বাঁশঝাড় থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরিবার ও এলাকাবসির দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছিল। এ ব্যাপারে ঠাকুরগাঁও চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিহতের বাবা মানিক শেখ বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন (১)সাগর( ২)ফাহিম উদ্দিন (৩)তুহিন( ৪) শান্ত (৫)সোহাগ । যাহার মামলা নং ২০০/২১

    আরও খবর

    Sponsered content