প্রতিনিধি ৬ এপ্রিল ২০২১ , ১:০৬:১২ অনলাইন সংস্করণ
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: জগন্নাথপুর উপজেলা সৈয়দ পুর শাহার পাড়া ইউনিয়নে ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ শামসুদ্দিন কামালী বিরুদ্ধে ফেইসবুকে হুমকি দেওয়ার অভিযোগে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-২৩৬) করেছেন তিনি। ফেইসবুক আইডি সূত্রে জানা যায়, সৈয়দপুর শাহার ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ শামসুদ্দিন কামালীর বিরুদ্ধে গত ৫ এপ্রিল ফেক আইডি দিয়ে অপপ্রচার শামসুদ্দিন কামালীর বিরুদ্ধে অশ্লীল ভাষায় গণমাধ্যম নিয়ে কটুক্তিমুলক কথাবার্তা লিখে, আসছে।।আইডিতে লিখা হয় ঐ ওয়াডের মেম্বার ও বায়তুল আমান জামে মসজিদ দক্ষিণ শাহার পাড়া মসজিদের ক্যাশিয়ার,সভাপতি, মুতল্লি সহ টাকা আত্মসাৎ করেন বলে উল্লেখ করেন ফেইসবুক আডিতে। সৈয়দপুর শাহার ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ শামসুদ্দিন কামালী আজ মঙ্গলবার ৬ এপ্রিল সকাল ১০ টায় জগন্নাথপুর থানায় সাধারণ ডাইরি করেন। যার নং ২৩৬ তারিখ ৬/৪/২০২১ সৈয়দপুর শাহার ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ শামসুদ্দিন কামালীর বলেন আমি বায়তুল আমান জামে মসজিদের ক্যাশিয়ার আমি আমাদের গত ৪ এপ্রিল রাত নয়টায় মিটিং হয়।মসজিদ কমিটির গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মসজিদে সভাপতি ও মুতল্লি সহ আমরা বাৎসরিক হিসাব হস্তান্তর করি।। আমাদের হিসাবে কোন গোল মিল ছিল না।। কোথা থেকে একটি ফেক আইডি দিয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এতে আমার মান সম্মান ক্ষুন্ন হচ্ছে আমি থানায় সাধারণ ডায়েরি করেছি। বায়তুল আমান জামে মসজিদ মুতল্লি মোঃ কনর মিয়া কামালী বলেন আমরা সুন্দর মতে মিটিং করেছি, হিসাব ও দেওয়া হয়েছে।আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছে এ ঘটনাগুলো সম্পূর্ন মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। সভাপতি হাজী মোঃ আলফু মিয়া চৌধুরী বলেন কে বা কাহারা আমাদের বিরুদ্ধে ফেক আইডি দিয়ে অপপ্রচার করছে। এতে আমাদের মানসম্মান ক্ষুন্ন হয়েছে। থানায় সাধারণ ডাইরি করেনছি।