• লিড

    জগন্নাথপুরে রাতের আঁধারে ঘর নির্মাণ, এলাকায় উত্তেজনা

      প্রতিনিধি ৪ এপ্রিল ২০২১ , ৩:৩৯:৫০ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরের পল্লীতে শহীদুর রহমান গং ব্যাক্তিবর্গের মালিকানা জায়গায় রাতের আঁধারে উকিল আলী গং ব্যাক্তিবর্গ কর্তৃক বসত ঘর নির্মাণকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো মুহুর্তে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে।

    সরেজমিনে ঘটনার বিবরণে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাধীন ১ নং কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত বালিকান্দী গ্রাম নিবাসী মোঃ শহীদুর রহমান গং ব্যাক্তিদের মালিকানাধীন উপজেলার সাংগিয়ারগাঁও গ্রামে (মৌজাঃ মোল্লারগাঁও, জেল এল নং-১৭,খতিয়ান নং-১২৪ ও দাগ নং- ২৩৪) পরিতক্ত বাড়ী রয়েছে। এই বাড়ীতে সাংগিয়ারগাঁও গ্রাম নিবাসী মৃত মোঃ রইছ আলী বাচ্চুর ছেলে মোঃ উকিল আলী ও তার লোকজন গতকাল ৩ রা এপ্রিল রোজ শনিবার দিবাগত রাতের আঁধারে ঘর নির্মাণ করার কার্যক্রম শুরু করলে রাত প্রায় ১১ টা ৩০ মিনিটের সময় জায়গার মালিক শহীদুর রহমান স্থানীয় থানা প্রশাসনকে বিষয়টি মৌখিক ভাবে অবহিত করেন। থানা পুলিশ এর হস্তক্ষেপে ঘর এর নির্মাণ কাজ বন্ধ রয়েছে। আজ ৪ ঠা এপ্রিল জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিষয়টি দালিলিক ভাবে জায়গা সংক্রান্ত বিষয় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো রকমের কাজ কর্ম না করার জন্য বলেছেন । এনিয়ে উভয় পক্ষের লোকজন এর মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে। যেকোনো মুহূর্তে অপ্রীতিকর ঘটনা ঘটার আশংকা বিরাজমান।
    এ ব্যাপারে জায়গার মালিক শহীদুর রহমান বলেন, আমাদের মালিকানাধীন (মৌজাঃ মোল্লারগাঁও, জেল এল নং-১৭,খতিয়ান নং-১২৪ ও দাগ নং- ২৩৪) ভোগ দখলে থাকা জায়গায় উকিল আলী ও তার লোকজন রাতের আঁধারে ঘর নির্মাণ এর মাধ্যমে দখল করার চেষ্টা চালাচ্ছে। এছাড়াও মৌজা মোল্লারগাঁও, জেল এল নং-১৭,খতিয়ান নং-১২৪ ও দাগ নং-২৩৫ এর জায়গায় বেড়ে ওঠা বাঁশ-গাছ কেটে নিয়ে যায় উকিল আলী ও তার লোকজন। আমরা আইন এর আশ্রয় নিয়েছি। আমরা আইন এর প্রতি শ্রদ্ধাশীল। এ ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগের সার্বিক সহযোগিতা কামনা করছি।
    ঘটনাস্থল পরিদর্শনকারী এসআই রফিক বলেন , আজ ৪ ঠা এপ্রিল দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    আরও খবর

    Sponsered content

    হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারসহ ৫ সিদ্ধান্ত আইন মন্ত্রণালয়ের

    করোনা রোধে জগন্নাথপুরের হাওরে কৃষক ও ধান কাটার শ্রমিকদের মাঝে প্রচারণা

    ঠাকুরগাঁওয়ে গায়ের জোরে ২৫ বছর ধরে ব্যবহার করা রাস্তা বন্ধ করে দিলো এক প্রভাবশালী, ১২ দিন ধরে অবরুদ্ধ ৬টি পরিবার!

    তাহিরপুরের প্রিয় শিক্ষক নিখিল রঞ্জন তালুকদার আর নেই

    প্রবাসী মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন জগন্নাথপুর এর আরশ আলী

    পরীমনির সহযোগী চলচ্চিত্অভিনেতা ও রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল ইসলাম রাজ। পুরোনো ছবিঅভিনেতা ও রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল ইসলাম রাজ। পুরোনো ছবিঅভিনেতা ও রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল ইসলাম রাজ। পুরোনো ছবিঅভিনেতা ও রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল ইসলাম রাজ। পুরোনো ছবি রাজ আটক, বাসা থেকে মাদক উদ্ধার