প্রতিনিধি ১১ এপ্রিল ২০২১ , ৮:৫৭:২২ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরের পল্লীতে নিজ ঘরে বিদ্যুতায়িত হয়ে জাহানারা বেগম (৩৯) নামের এক গৃহিনীর মৃত্যু বরণ করেছেন। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানাযায় , সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন এর জয়নগর গ্রামের মৃত আজিজুল হাকিমের বাড়িতে পল্লী বিদ্যুতের কাজ ১০ ই এপ্রিল শনিবার থেকে চলছিল। বসতঘরের এক কক্ষ থেকে অন্য একটি কক্ষে বিদ্যুতের তার টানিয়ে সংযোগ দেওয়া হয়।এই তার ঘরের জানালার গ্রীলে বিদ্যুতায়িত হয়ে পড়ে। এদিন দিবাগত রাত সাড়ে ৯টার দিকে অসাবধানতাবশত মৃত আজিজুল হাকিম এর স্ত্রী জাহানারা বেগম গ্রীলে হাত দিলে বিদ্যুতায়িত হয়ে মারা যান। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই ১১ ই এপ্রিল বিকালে জানাজার নামাজ শেষে তাহার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জগন্নাথপুর থানার এসআই মির্জা সাফায়েত বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেছি। কোন ধরনের অভিযোগ না থাকায় ওই নারীর ময়না তদন্ত করা হয়নি।