• ত্রাণ বিতরণ

    জগন্নাথপুরে বালিকান্দী লতিফিয়া মক্তব খানার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

      প্রতিনিধি ১৩ এপ্রিল ২০২১ , ১১:৫১:১৫ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে জগন্নাথপুর এর বালিকান্দী (বড়পাড়া সারংবাড়ী) লতিফিয়া মক্তব খানার উদ্যোগে অসহায় হতদরিদ্র মানুষের মধ্যে রমজান এর উপহার স্বরূপ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

    সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বালকান্দী (বড়পাড়া সারংবাড়ী) লতিফিয়া মক্তব খানার প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী হাজী মাওলানা ক্বারি মোঃ লিযাকত আলী নিজস্ব অর্থায়নে শিক্ষা -সংস্কৃতিতে নানামুখী অবদান রাখার পাশা-পাশি দুস্থ, সহায় সম্বলহীন ও হতদরিদ্র মানুষকে নানা ভাবে সাহায্য-সহযোগিতা করে আসছেন। এমনকি গত বছরের বন্যা কবলিত সময়ে ও বিশ্বায়ীত চলমান করোনাকালীন সংকটময় মুহূর্তে হতদরিদ্র মানুষকে আর্থিক সহায়তা করছেন। এরই ধারাবাহিকতায় সিয়াম সাধনার পবিত্র মাহে রমজান মাসে বালিকান্দী (বড়পাড়া সারংবাড়ী) লতিফিয়া মক্তব খানার উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী হাজী মাওলানা ক্বারি মোঃ লিয়াকত আলীর অর্থায়নে তাঁহার পীর ও মুর্শিদ ছাহেব ক্বিবলা হযরত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী (রঃ) ফুলতলী এবং পিতা হাজী মোঃ আবরুছ আলী সহ গ্রামের মুর্দেগান এর ঈসালে ছোয়াব উপলক্ষে দুস্থ সহায় সম্বলহীন মানুষকে সহযোগিতা করার প্রত্যয়ে ১৩ ই এপ্রিল রোজ মঙ্গলবার বিকালে বালিকান্দী গ্রামস্থ সারংবাড়ী প্রাঙ্গণে ৩১ টি পরিবারে জনপ্রতি দুই হাজার টাকা (২০০০) সমপরিমাণ এর রমজান এর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
    এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজ সেবক,কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর তিনবারের সাবেক চেয়ারম্যান সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ এর সদস্য আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম, কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুল হাসিম,বালিকান্দী গ্রাম এর বিশিষ্ট মুরুব্বী সমাজ সেবক মোঃ জমির আলী,মোঃ সমর আলী,
    সমাজ সেবক মোঃ শুকুর আলী, সমাজ সেবক মোঃ আজিজুল হক আজিবুল,সমাজ সেবক মোঃ ছবির মিয়া ও মোঃ সুরুজ আলী প্রমূখ।
    খাদ্য সামগ্রী বিতরণ পূর্ব সময়ে আল্লাহ পাক রাব্বুল আলামীনের দরবারে মোনাজাত পরিচালনা করেন বালিকান্দী কেন্দ্রীয় জামে মসজিদ এর ইমাম মাওলানা মোঃ আব্দুল মতলিব।
    বালিকান্দী (বড়পাড়া সারংবাড়ী) লতিফিয়া মক্তব খানার প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী হাজী মাওলানা ক্বারি মোঃ লিয়াকত বলেন, পিছিয়ে পরা হতদরিদ্র মানুষের কল্যানের তাগিদেই কাজ করার অভিপ্রায় নিয়ে নিজস্ব অর্থায়নে হতদরিদ্র ৩১ টি পরিবারের মাঝে রমজান এর উপহার স্বরূপ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে । বালিকান্দী (বড়পাড়া সারংবাড়ী) মক্তব খানার প্রতিষ্ঠালগ্ন থেকে সামর্থ্য অনুযায়ী মানবিক উন্নয়নে কাজ করে আসছি। অদূর ভবিষ্যতেও আমার নিজ গ্রাম বালিকান্দী সহ বিভিন্ন গ্রামে এরকম কার্যক্রম চালিয়ে যাওয়ার সংকল্প রয়েছে। তিনি আরও বলেন, দেশ-বিদেশে অবস্থানরত সকলকে জানাই রমজানুল মোবারক এর শুভেচ্ছা।

    0Shares

    আরও খবর

    Sponsered content