• কৃষি সংবাদ

    জগন্নাথপুরে কৃষি শ্রমিকদের মধ্যে পুষ্টিকর খাবার বিতরণ

      প্রতিনিধি ২৫ এপ্রিল ২০২১ , ৫:০৯:৩৯ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জাতীয় পুষ্টি সপ্তাহ- ২০২১ উপলক্ষে জগন্নাথপুরে কৃষি শ্রমিকদের মধ্যে পুষ্টিকর খাবার ও লিফলেট বিতরণ করা হয়েছে।

    সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২১ উপলক্ষে ২৫ শে এপ্রিল রোজ রবিবার দুপুরে নলুয়ার হাওরে ধান কাটারত কৃষি শ্রমিকদের মধ্যে পুষ্টিকর খাবার ও লিফলেট বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার নলুয়ার হাওরে ধান কাটার শ্রমিকদের মধ্যে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়। খাব উপস্হিত ছিলেন পুষ্টি সমন্বয় কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, সদস্য সচিব উপজীব্য স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধুসূদন ধর,সদস্য কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, সাংবাদিক অমিত দেব,গোবিন্দ দে,উপজেলা টেকনিশিয়ান অরূপ সরকার প্রমুখ।
    পরে পুষ্টি বিষয়ক প্রচারপত্র বিলি করা হয়।
    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মধুসূদন ধর জানান,পুষ্টি সপ্তাহ উপলক্ষে স্বাস্থ্য বিধি মেনে আমরা উপজেলার নলুয়ার হাওরে শতাধিক কৃষকদের মধ্যে পুষ্টিকর খাবার বিতরণ করেছি।

    আরও খবর

    Sponsered content