• লিড

    জগন্নাথপুরের পল্লীতে সংঘর্ষে নারীসহ ১৮ জন আহত

      প্রতিনিধি ২২ এপ্রিল ২০২১ , ২:৪৫:১৩ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুর এর রসুলগঞ্জ বাজারের টোল আদায়কে কেন্দ্র করে প্রায় ১৮ জন আহত হয়েছেন। তমধ্যে ৮ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাধীন কািমনীপুর গ্রাম নিবাসী রসুলগঞ্জ বাজারের ব্যবসায়ী সাব্বির মিয়ার দোকান এর মালামাল গত ২১ শে এপ্রিল বিকালে ট্রাক থেকে আনলোড করছিলেন ট্রাক চালক রিফাত । এসময় এই বাজার এর টোল আদায়কারী কামিনীপুর গ্রাম নিবাসী রমিজ মিয়া বাজার ইজারার টাকা চান চালকের কাছে। ইজারার টাকা দিতে অপরাগতা প্রকাশ করেন ট্রাক চালক। এনিয়ে ব্যবসায়ী সাব্বির মিয়া ও টোল আদায়কারী রমিজ মিয়ার মধ্যে কথাকাটাকাটি হয়। এরই জের ধরে কিছুক্ষণ পর সন্ধ্যায় রমিজ মিয়া ও সাব্বির মিয়ার পক্ষের লোকজন দেশীয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়।এতে উভয় পক্ষের নারীসহ প্রায় ১৮ জন আহত হন। আহতদের মধ্যে ছুফিয়ান মিয়া (২৬), শফিকুল বারী (২৪), আতিকুর নুর (৩৩), সেলিম মিয়া (৩২), শাহিনুর মিয়া (২২) আনোয়ার হোসেন (৩০), খালেদা বারী (২৬) ও রাব্বানী মিয়া (৬০) কে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপরাপর আহতরা জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
    জগন্নাথপুর থানার এসআই দ্বিপঙ্কর সরকার বলেন, টোল আদায় নিয়ে দুইপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে । এ ব্যাপার থানায় কোনো পক্ষই এখনো লিখিত অভিযোগ দায়ের করেননি।

    আরও খবর

    Sponsered content