প্রতিনিধি ৮ এপ্রিল ২০২১ , ৫:৫৭:০৩ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুর এর খিদীরপুর গ্রামে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষে দুই মহিলা সহ প্রায় ৮ জন আহত হয়েছেন। তমধ্যে ২ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন এবং ১ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
হাসপাতাল,প্রত্যক্ষদর্শী ও আহত ব্যাক্তি সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১ নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর অন্তর্ভুক্ত খিদিরপুর গ্রাম নিবাসী মৃত দোস্ত মোহাম্মদ এর ছেলে তাবাজ মিয়ার পাঁচ বছর বয়সী শিশু পুত্র রোহান ও একই গ্রামের পার্শ্ববর্তী ঘরের বাসিন্দা মৃত আব্দুল মতলিব এর ছেলে রাজা মিয়ার ছয় বছর বয়সী শিশু কন্যা সালমার ঝগড়াকে কেন্দ্র করে ৮ ই এপ্রিল রোজ বৃহস্পতিবার সকাল প্রায় ৭ ঘটিকার সময় তাবাজ মিয়া ও রাজা মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে কিছুক্ষণ পর সকাল প্রায় ৯ ঘটিকার সময় তাবাজ মিয়া পার্শ্ববর্তী বালিকান্দী গ্রামের কয়েকজন যুবককে সাথে নিয়ে রামদা ও রড সহ দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে রাজা মিয়ার বসত বাড়ীতে প্রবেশ করে রাজা মিয়ার পরিবারবর্গের উপর অতর্কিত হামলা চালানোর পাশা-পাশি বসত ঘরে প্রবেশ করে স্টিলের আলমিরা সহ বিভিন্ন জিনিসপত্র ভাংচুর শুরু করলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এই সংঘর্ষে রাজা মিয়া(৩০), জয়বান বিবি(৬০), জোছনা বেগম(৩৫), জিলু মিয়া(৩৪), বাদশাহ মিয়া(২২), তাবাজ মিয়া (৪০) ও রুবেল মিয়া(২৫) সহ প্রায় ৮ জন আহত হয়েছেন।
আহতরা জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন। তমধ্যে গুরুতর আহত রাজা মিয়া ও জয়বান বিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন এবং তাবাজ মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে বলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ জহিরুল ইসলাম জানিয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত এই সংঘর্ষের ঘটনায় থানায় কোনো মামলা দায়ের হয়নি