• লিড

    ছাতকে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক

      প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২১ , ৫:২৬:৫৭ অনলাইন সংস্করণ

    মোঃ বদরুজ্জামান বদরুলঃ ছাতকে পৃথক সংঘর্ষের ঘটনায় অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যার পর উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোয়ালগাও গ্রামে সংঘর্ষের ঘটনায় ১৫ জন লোক আহত হয়। শিশুদের বাইসাইকেল চালানোকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষের আহতদের মধ্যে ফারুক মিয়া (৫৫), সাইফুর রহমান (২২), আখতার (২৫) ও আসিদ আলী (৭৫)কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে করেছে। এদিকে কালারুকা ইউনিয়নের মুক্তিরগাও গ্রামে এক সংঘর্ষে নারীসহ অন্তত ৩৫ জন লোক আহত হয়েছে। মুক্তিরগাও গ্রামে সংঘর্ষে শালিসকারী আব্দুল মতিন মেম্বার ও শামছুল হকসহ অন্তত ৩৫ জন আহত হন। শনিবার রাত ১০টা থেকে ঘন্টাব্যাপী দফায় দফায় এ সংঘর্ষ চলতে থাকে। নারী সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত বলে জানা গেছে। ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ নাজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন আনেন।

    আরও খবর

    Sponsered content