• করোনা ভাইরাস নিউজ

    গোলাপগঞ্জে লকডাউন বাস্তবায়নে মাঠে প্রশাসন, ৮ জনকে জরিমানা

      প্রতিনিধি ৫ এপ্রিল ২০২১ , ২:২৯:৫১ অনলাইন সংস্করণ

    গোলাপগঞ্জ প্রতিনিধি:: গোলাপগঞ্জে লকডাউন বিধি-নিষেধ বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। সোমবার সকাল থেকেই অভিযানে নামে প্রশাসন।

    এসময় দুপুর পর্যন্ত পাওয়া তথ্যে বিভিন্ন বাজারে মাস্ক পরিধান ও স্বাস্থ্য বিধি না মানায় দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ০৮ জন ব্যাক্তিকে ১৪০০ টাকা করা হয়। এদিকে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে স্বপ্ন সুপার শপ, গোলাপগঞ্জ শাখা (ঢাকাদক্ষিণ রোড) কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আলোকে নগদ ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম কবির।
    এ ব্যাপারে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.গোলাম কবির বলেন, লকডাউনে বাংলাদেশ সরকার কর্তৃক জারীকৃত সকল নির্দেশনা বাস্তবায়নে মাঠ প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ কাজ করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে উপজেলা প্রশাসন গোলাপগঞ্জ কর্তৃক সোমবার সকাল থেকে গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গায় সাধারন জনগণকে লকডাউন সম্পর্কে অবহিতকরণ এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে আহ্বান জানানো হয়।

    আরও খবর

    Sponsered content