• সারাদেশ

    হরতালে পুলি- যুবদলের ধাওয়া পাল্টা ধাওয়া: গোলাপগঞ্জে ৮০ জনের বিরুদ্ধে মামলা

      প্রতিনিধি ২৯ মার্চ ২০২১ , ৬:২২:৪১ অনলাইন সংস্করণ

    গোলাপগজ্ঞ প্রতিনিধি:: গোলাপগঞ্জে হেফাজতের ডাকা হরতালে রোববার বিকালে পুলিশ যুবদলের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২৯মার্চ) পুলিশ বাদী হয়ে ৩০জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ৫০ জন রেখে এ মামলা দায়ের করা হয়। আইনী গোপনীয়তা রক্ষার স্বার্থে মামলায় অন্তর্ভুক্তদের নাম পরিচয় জানানো হয় নি। এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চৌধুরী বলেন, বিশৃঙ্খলা সৃষ্টিকারী কাউকে ছাড় দেওয়া হবে না। কেউ যাতে অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেদিকে পুলিশের সজাগ দৃষ্টি রয়েছে। এরআগে রোববার বিকাল সাড়ে ৫টার দিকে গোলাপগঞ্জ চৌমুহনীতে পুলিশ ও যুবদলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার ঘটে। এসময় পুলিশ কে লক্ষ করে ইট পাটকেল নিক্ষেপ করে যুবদল নেতাকর্মী। পরে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে তাদের কে ছত্রভঙ্গ করে দেয়। এঘটনায় পুলিশ ও যুবদলের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা যায়।

    আরও খবর

    Sponsered content