প্রতিনিধি ৭ মার্চ ২০২১ , ৯:১৭:০৭ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধিঃ জেলা প্রশাসন,সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে কালেক্টরেট প্রাঙ্গণে জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আনুষ্ঠানিক ভাবে ম্যারাথন দৌড়ের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল,অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন,ক্যাপ্টেন ইয়াছিন প্রমুখ। ম্যারাথন দৌড়ে ক্রীড়মোদিসহ সর্বস্তরের লোকজনের অংশগ্রহণে করেণ।
ম্যারাথন দৌড় প্রায় ৫ কি.মি দূরে পৌর শহরের কাজির পয়েন্টে গিয়ে শেষ হয়।প্রতিযোগিতায় বিজয়ী প্রথম থেকে পঞ্চম স্থান পর্যন্ত ৫ জনকে আনুষ্ঠানিকভাবে পুরষ্কার বিতরণ করা হয়।