• লিড

    সুনামগঞ্জে ৬ লেন সড়কের দাবীতে পীর মিসবাহ এমপির ডাকে উত্তাল রাজপথ

      প্রতিনিধি ১১ মার্চ ২০২১ , ৬:০১:৪৭ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধি: ঢাকা- সিলেট সড়কের ৬ লেন প্রকল্পের সাথে সুনামগঞ্জ সিলেট সড়কের ৬ লেন প্রকল্প অন্তর্ভুক্ত করার দাবীতে ও ২৫০ শয্যা বিশিষ্ট্য সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক সংকট দূর করে মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবীতে সুনামগঞ্জে বিশাল গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
    বৃহস্পতিবার (১১ মার্চ) বিকালে সুনামগঞ্জ বাসীর আয়োজনে শহরের আলফাত স্কয়ার পয়েন্ট গণ সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ।
    তিনি বলেন, সিলেট বিভাগের সকল জেলা ৬লেন রুপান্তিত হবে শুধু আমাদের হাওর জনপদ সুনামগঞ্জ জেলা ছাড়া। আমরা সুনামগঞ্জের মানুষ সরকারি বরাদ্দ থেকে বঞ্চিত হতে পারি না। ঐ বার যদি সুনামগঞ্জের মানুষ ৬ লেন থেকে বঞ্চিত হয়, তাহলে আমার মনে হয় সুনামগঞ্জে আর কখনও ৬লেন হবে না। তাই আমরা বলতে চাই সুনামগঞ্জের সকল সাংসদ সদস্য ও মাননীয় পরিকল্পনা মন্ত্রী সহ যদি এক সাথে সুনামগঞ্জের মানুষের পক্ষে প্রধানমন্ত্রী কাছে যাই তিনি আমাদেরকে ফিরিয়ে দিবেন না। প্রধানমন্ত্রী আপনি আমাদেরকে অনেক দিয়েছেন, এখন দয়া করে সুনামগঞ্জ পর্যন্ত আপনি ৬ লেন করে দিন।
    তিনি আরো বলেন, সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে দীর্ঘদিন ধরে ডাক্তার সংকট, আমি অনেক বার সংসদে এ নিয়ে কথা বলছি সংসদে কথা বলে স্বাস্থ্য মন্ত্রী বলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে আসেন আমি সেখানে গিয়েছি, কোন কোন পদ ডাক্তার দরকার সেটা উল্লেখ্য করে ডিও লেটার দিন আমি দিয়েছি তার ফলে শুধু আশ্বাস পেয়েছি কাজের কাজ কিছু হয়নি।
    এছাড়াও গণ সমাবেশে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন, সুনামগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র মনির উদ্দিন মনির, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক রশিদ আহমদ, মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক, কোরবান নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বরকত, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, বিশ্বম্ভরপুর উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান মাস্টার, মহিলা কাউন্সিলর পিয়ারা বেগম, সুনামগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী খুশনুর, জাপা নেতা সাইফুর রহমান শামসু প্রমুখ।

    আরও খবর

    Sponsered content