প্রতিনিধি ১০ মার্চ ২০২১ , ৬:১৯:০২ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধি: অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ্ এমপি ভলিবল টুর্ণামেন্ট-২০২১ ইং অনুষ্ঠিত হয়েছে।
নবীনগর যুব সমাজের আয়োজনে নবীনগর পয়েন্ট সংলগ্ন মাঠে মঙ্গলবার সন্ধ্যায় ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করেন, জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ্ এমপি।
এ সময় উপস্থিত ছিলেন,পুলিশ সুপার মো.মিজানুর রহমান বিপিএম,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ মো.শহিদুর রহমান,সদর উপজেলার ভাইস চেশারম্যান অ্যাডভোকেট আবুল হোসেন,কোরবান নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল
বরকত,জাপা নেতা মো.মনির উদ্দিন মনির,পৌর কাউন্সিলর আবুল হাসনাত মো.কাওছার,ক্রীড়া সংগঠক সারাজ উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য.-অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ্ এমপি ভলিবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয় মাইজবাড়ী নবী নগর ও রানার্আপ ছাতক উপজেলা। দিনব্যাপী ভলিবল টুর্ণামেন্টে জেলার ১৮ টি দল অংশ গ্রহণ করে।