• আহত / নিহত

    সুনামগঞ্জের সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারির সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ১

      প্রতিনিধি ৬ মার্চ ২০২১ , ৫:২৯:৩৫ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের বনগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে কামাল হোসেন নামের এক চোরাকারবারি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন এক বিজিবি সদস্য।
    শনিবার (৬ মার্চ) বিকেলে সীমান্তের ১২১৫ নম্বর আন্তর্জাতিক পিলারের পূর্ব দিকে সাংবাদিক টিলা এলাকায় এ ঘটনা ঘটে।
    নিহত কামাল হোসেন জাহাঙ্গীর নগর ইউনিয়নের ইসলামপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে।
    জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি সদস্য বিল্লাল হোসেন জানান, সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কামাল হোসেন মারা যান।
    বিবিজির সুনামগঞ্জ ২৮ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল মাকসুদুল আলম লেন, বিকেলে বনগাঁও সীমান্ত দিয়ে অবৈধভাবে ২৫-৩০টি গরু এনেছিল স্থানীয় চোরাকারবারীরা। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি গরুগুলো আটক করা চেষ্টা করলে চোরাকারবারীদের সঙ্গে ইসলামপুর গ্রামের কিছু লোকও দেশিয় অস্ত্র নিয়ে বিজিবির ওপর হামলা করে।
    তিনি আরো বলেন, চোরাকারবারীদের দা’য়ের কোপে একজন ল্যান্স নায়েক আহত হয়েছেন। এ সময় আত্মরক্ষার্থে গুলি করলে কামাল হোসেন নামের এক চোরাকারবারী গুলিবিদ্ধ হয় বলে জানতে পেরেছি। সে মারা গেছে কিনা সে বিষয়টি আমাদের জানা নেই।

    আরও খবর

    Sponsered content