প্রতিনিধি ৩১ মার্চ ২০২১ , ৪:০৯:০২ অনলাইন সংস্করণ
টি আর শাহ জাহানঃ সিলেটের লালাবাজারে আজ বিকেলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিশ্বনাথের পূর্ব চানশীর কাপন গ্রামের ডা.চেরাগ আলীর স্ত্রী ও মেয়ে নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ডাক্তার চেরাগ আলীর স্ত্রী ও মেয়ে সিএনজি যোগে যাচ্ছিলেন এসময় বিপরীত দিক দিয়ে আসা হবিগঞ্জ বিরতিহীনের একটি বাস সিএনজি কে সরাসরি আঘাত করলে এই হতাহতের ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।