প্রতিনিধি ১৯ মার্চ ২০২১ , ৯:৩৮:৪০ অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের শাল্লার হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে ফেসবুকে কটুক্তির ঘটনাকে কেন্দ্র করে জলমহাল নিয়ে পূর্ব বিরোধের সুযোগ নিতে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনায় অভিযুক্ত যুবলীগ নেতা ও দিরাই’র সরমঙ্গল ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য আওয়ামী লীগ নেতা কেরামত আলীর ছেলে শহিদুল ইসলাম স্বাধীন এর মেয়ে এবং মেয়ের জামাইকে তাদের সিলেটের শিব বাড়ি থেকে আজ সন্ধ্যায় আটক করেছে র্যাব পুলিশ!
এক নিকটাত্মীয় নাম প্রকাশ না করার শর্তে দৈনিক ভাটি বাংলা ডটকম কে জানান স্বাধীন মেম্বার মেয়ে জামাইয়ের সিম নাম্বার নিজ মোবাইল ফোনে ব্যবহারের সূত্র ধরে র্যাব পুলিশ ট্র্যাকিংয়ের মাধ্যমে সিলেটের অবস্থান নিশ্চিত করে অভিযান পরিচালনা করেন। দেশ জুড়ে আলোচিত সংখ্যালঘুর ঘরবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগে অভিযুক্ত প্রধান আসামি ইউপি সদস্য স্বাধীন ওয়ার্ড যুবলীগের সভাপতি বলে জানা গেছে।
হবিবপুর ইউনিয়নের চেয়ারম্যান বকুল ও পুলিশের দায়ের করা মামলার পনের শতাধিক আসামির মধ্যে ইতিমধ্যে আরও ২২ জন গ্রেফতার হয়েছেন যাদের মধ্যে মাত্র ২ জন এজহারভুক্ত আসামি বলে জানা গেছে।
বাকি আসামিদের গ্রেফতার করতে র্যাব পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মিছিলে অংশগ্রহণকারী গ্রাম সমূহে পুরুষ শুণ্য বলে জানা গেছে।
অপরদিকে হামলার শিকার নোয়াগাঁও গ্রামে সরকারি উদ্যোগে টিন ও নগদ অর্থ সহায়তা এবং র্যাব পুলিশ দিয়ে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।