প্রতিনিধি ২০ মার্চ ২০২১ , ২:১৪:২২ অনলাইন সংস্করণ
শাল্লার নোয়াগাঁওয়ে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার প্রতিবাদে দিরাই জাসদের মানববন্ধন
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার প্রতিবাদে দিরাই উপজেলা জাসদের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দিরাই উপজেলা জাসদের সাধারণ সম্পাদক ও উপজেলা চৌদ্দ দলীয় নেতা মোঃ আমিনুল ইসলাম আমিনের নেতৃত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন- উপজেলা জাসদ নেতা আবুবকর, ফজলুল হক, আলী হোসেন ,আবলুছ মিয়া, আবুতাহর আবদাল মিয়া শাহ আলম প্রমুখ।
মানববন্ধনে জাসদ নেতা আমিনুল ইসলাম আমিন বলেন জাতির পিতার জন্মশতবার্ষিকীর দিনে সাম্প্রদায়িক সম্প্রীতির লীলাভূমি বাংলাদেশে এমন ন্যাক্কারজনক ও বর্বরোচিত হামলার নিন্দা ও প্রতিবাদ জানাই। একজন যুবকের ফেসবুকে দেওয়া কটুক্তির প্রতিক্রিয়ায় সারা গ্রামে একজন ইউপি সদস্য ও যুবলীগ নেতার নেতৃত্বে যে তাণ্ডব চলেছে তা মেনে নেওয়া যায় না।
যুবলীগের নেতাকর্মীদের কাছে যদি হিন্দু সম্প্রদায় নিরাপদ না থাকে তাহলে ওদের যাওয়ার যায়গা কোথায়?
আমি শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরের ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে সরকারের কাছে জোর দাবি জানাই এই ঘৃণ্য ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।
রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীন এই দেশে সাম্প্রদায়িক গোষ্ঠীর কোনো স্থান নেই।
মানববন্ধন শেষে জাসদ নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমিনুল ইসলাম আমিন ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করে এবং সমবেদনা জ্ঞাপন করেন।