• নির্বাচন

    রাজাপুরে ৬ ইউনিয়নের হাতপাখার চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন দাখিল

      প্রতিনিধি ১৭ মার্চ ২০২১ , ৫:৪৪:৪০ অনলাইন সংস্করণ

    নবীন মাহমুদ, ঝালকাঠি জেলা প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরের ৬ ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ৬ চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। বুধবার বিকেলে উপজেলা নির্বাচন অফিসার আবু ইউসুফের কাছে দলীয় নেতাকর্মী নিয়ে তারা মনোনয়নপত্র জমা দেন। হাতপাখার ৬ প্রার্থীরা হলেন-১ নং সাতুরিয়া ইউনিয়নের মাওলানা মুহম্মদ নুরুল ইসলাম, ২ নং শুক্তাগড় ইউনিয়নের মাস্টার মুহম্মদ আমীর হোসেন, ৩ নং রাজাপুর সদর ইউনিয়নের মাওলানা মুহম্মদ আলা আমিন (রাম্মান গাজী ), ৪ নং গালুয়া ইউনিয়নে ডাক্তার মাওলানা মুহম্মদ আল আমীন , ৫ নং বড়ইয়া ইউনিয়ন কে এম জাহাঙ্গীর হোসেন ও ৬ নং মঠবাড়িয়া ইউনিয়ন মাওলানা ফজলে আলী খান।মনোনয়ন পত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি ক্বারী ইব্রাহিম, হাদী আল ইসলাম, যুব আন্দোলন সভাপতি মিজানুর রহমান, গালুয়ার বিশিষ্ট মাওলানা রাজ্জাক, মওলানা হেদায়েতুল ফয়েজ প্রমুখসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    0Shares

    আরও খবর

    Sponsered content