• নির্বাচন

    রাজাপুরে মহিলা সংরক্ষিত প্রার্থী ছালমার উঠান বৈঠক, ভোট প্রার্থনা

      প্রতিনিধি ৩০ মার্চ ২০২১ , ১২:২৪:৩৭ অনলাইন সংস্করণ

    নবীন মাহমুদ, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ  ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের ৭,৮, ৯ নং মহিলা সংরক্ষিত আসনের বই প্রতীকের প্রার্থী বাউল শিল্পী সমাজসেবক ছাালমা বেগম। রোববার রাতে পালট গ্রামের নিজবাড়িতে তার নির্বাচনী এলাকায় ভোটারের নিয়ে ভোট প্রার্থনা করে এ বৈঠক করেন। এতে জয়নাল শরীফের সভাপতিত্বে বক্তব্য দেন মাও. ইউনুচ, মোঃ রাসেল, আলমগীর শরীফ, মোঃ বাদশাহ, মোঃ নাসির উদ্দিন, কামাল হাওলাদার, মো: ফোরকান মাঝি, জলিল সিকদার, মিজান মাঝি, বাহার আলী, খায়রুল আলম মতিন ও নাসির উদ্দিন প্রমুখ। বই প্রতীকের প্রার্থী ছালমা বেগম বলেন, এলাকার গরীব দুঃখীসহ সকলের সুখ দুঃখে পাশে থেকে তার সাধ্যমত সেবা দানের প্রতিশ্রæতি দেন। অনেক আগে থেকেই প্রতিবন্ধি, হতদরিদ্র ও অসহায় মানুসের পাশে থেকে সে সহযোগীতা করে আসছেন। তাই এলাকার মানুষ সবাই তাকে চিনেন এবং ভালো জানেন। এবার সুষ্ঠু ও অবাধ নির্বাচন হলে বিপুল ভোটে বিজয় লাভ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। উঠান বৈঠকে এলাকার কয়েকশ’ বই মার্কার সমর্থক অংশ নেন। ছালমার নির্বাচনি এলাকায় নারী-পুরুষ মোট পাঁচ সহাস্রাধিক ভোটার রয়েছেন।

    আরও খবর

    Sponsered content