প্রতিনিধি ৭ মার্চ ২০২১ , ৪:১৯:৪৪ অনলাইন সংস্করণ
নবীন মাহমুদ, ঝালকাঠি জেলা প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর থানা পুলিশের উদ্যোগে ৭ ই মার্চ পালন ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তোরনে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে নানা আয়োজনের মধ্য দিয়ে আনন্দ উদযাপন করেছে পুলিশ। এ উপলক্ষে রাজাপুরে থানা চত্ত্বরে রোববার বিকেলে আলোচনা সভা, কেক কাটা, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুবিবুর রহমানের ৭ই মার্চের ভাষন প্রচার ও গণভবনের অনুষ্ঠান প্রজেক্টরের মাধ্যমে সরাসরি সম্প্রচার করেন। অনুষ্ঠানে ভার্চুয়ালে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্ত্য রাখেন স্থানীয় এমপি বজলুল হক হারুন। রাজাপুর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং ওসি তদন্ত অনিমেষ মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু ও গালুয়া ইউনিয়ন চেয়ারম্যান মজিবুল হক কামাল প্রমুখসহ সুধীজন।