• দিবস উদযাপন

    রাজাপুরে কেক কেটে জাতির পিতার ১০১ তম জন্মদিন উদযাপন

      প্রতিনিধি ১৭ মার্চ ২০২১ , ৫:৫৭:৩৫ অনলাইন সংস্করণ

    নবীন মাহমুদ, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরের সদর ইউনিয়নের বড়কৈবর্ত খালীর ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে বুধবার সন্ধ্যায় কেক কেটে জাতির পিতার জন্মদিন উদযাপন করা হয় এসময় উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শাহ আলম

    সহ-সভাপতিঃএনায়েত সিকদার
    সহ-সভাপতিঃগাজী আনোয়ার হোসেন
    সহ-সভাপতিঃমোসলেম আলী সিকদার
    সেক্রেটারিঃএনায়েত হাওলাদার
    সাংগঠনিক সম্পাদকঃসিদ্দিক হোসেন, আলতাফ হোসেন,সৈয়দ আমিনুল ইসলাম,আজাদ উকিল সহ প্রমূখ এছাড়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন,
    এ সময় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শাহআলম মীর উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন

    হাইব্রিড আওয়ামী লীগের নৌকায় কোন স্থান নেই এই ওয়ার্ডের হাইব্রিডদের বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকী উদযাপনে তাদের কে কোথাও দেখলাম না। নৌকার নেতাদের সাথে লিয়াজু করে নব্য আওয়ামী লীগ সেজে নৌকার দল করা যায় না। নৌকা মানে বঙ্গবন্ধুকে ভালোবাসা এবং সে অনুযায়ী কাজ করা।।
    উপজেলা আওয়ামী লীগ নেতাদের কাছে বিনীত আবেদন জামাত-বিএনপি কে নিয়ে দল ভারী না করে প্রকৃত আওয়ামী লীগ নিয়ে দল ভারী করুন।
    কারণ তারা বসন্তের কোকিলের মতো এসে আবার দূর দিন চলে যাবে। প্রকৃতি আওয়ামী লীগের কর্মীদের মূল্যায়ন করুন।

    আরও খবর

    Sponsered content