প্রতিনিধি ২৩ মার্চ ২০২১ , ৯:৪৯:৪৩ অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার::
জুড়ীর সাগরনাল চা বাগানে শ্রমিকদের মধ্যে গরু রাখা নিয়ে বিরোধে ১ যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
২৩ মার্চ মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা ৬টায় উপজেলার সাগরনাল ইউনিয়নের সাগরনাল চা বাগানে গরু রাখা নিয়ে কেন্দ্র করে বিরোধে জড়ায় চা শ্রমিক শংকর পাশি’র ছেলে মনা পাশি (২০) ও ম্রীকুমার পানিকার ছেলে অর্ণজিত পানিকা (২৩)।
এতে কে শ্রীকুমার পানিকা’র ছেলে অর্ণজিত পানিকা (২৩) তার হাতে থাকা দা দিয়ে মনা পাশিকে কুপিয়ে হত্যা করে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চা বাগানে গরু রাখা নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে লাটি দিয়ে এক অপরকে আঘাত করে । পরে অর্ণজিত পানিকার হাতে থাকা ধারালো দা দিয়ে মনা পাশীকে কুপাতে থাকে এতে দায়ের কুপের মারাত্মক আঘাতে ঘটনাস্থলে মনা পাশীর মৃত্যু হয়। ঘটনার পরে পরিবারের লোক জন খরব পেয়ে সাগরনাল চা বাগানের ৩ নং সেকশনে গেলে দেখতে পায় মনা পাশির লাশটি পড়ে রয়েছে। পরে জুড়ী থানার পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী’র সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমি ঘঠনাস্থলে আছি মনা পাশির লাশ উদ্ধার করা হয়েছে,অপরাধীকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।