• করোনা ভাইরাস নিউজ

    মাস্ক ও স্ট্রিকার বিতরণের উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন

      প্রতিনিধি ২৫ মার্চ ২০২১ , ৮:৫৮:০৩ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধিঃ নো মাস্ক নো সার্ভিস এই শ্লোগান নিয়ে বাংলাদেশে প্রাণঘাতি করোনা ভাইরাস ব্যাপক হারে দেশে বৃদ্ধি পাওয়ায় গাড়িতে মাস্ক ব্যতিত কোন যাত্রী উঠানামা না করার লক্ষ্যে সুনামগঞ্জে ইজিবাইক সহবিভিন্ন যানবাহনে স্টিকার ও সাধারন মানুষের মাঝে প্রধান অতিথি হিসেবে মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মো. জয়নাল আবেদীন।

    বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সুনামগঞ্জ জেলা ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে শহরের পুরাতন কোর্টের সামনে থেকে এ কার্যক্রমের উদ্বোধন করা হয় পরে শহরের বিভিন্ন পয়েন্টে মানুষজনের মধ্যে দুইহাজার মাস্ক ও যানবাহনে স্ট্রিকার বিতরণ করা হয়।
    এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পুলিশের টিআই(প্রশাসন ট্রাফিক বিভাগ) মো. শামসুল আলম,সদর মডেল থানার ওসি তদন্ত মো. নুর আলম, সুনামগঞ্জ জেলা ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মো. সোহেল আহমেদ,সাধারন সম্পাদক মো. আনোয়ার মিয়া,বাবলু মিয়া,নবীনুর মিয়া,হাফিজুর রহমান,আতাউর রহমান,শাহীন মিয়া,সাজ্জাদ মিয়া,শফিক মিয়া,সাদিকুর রহমান অহি,মো.আব্দুর রহিম,হুমায়ূন কবির,বিশ^জিৎ দাস,আবুল হোসেন প্রমুখ।

    প্রধান অতিথি সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মো. জয়নাল আবেদীন বলেছেন এই প্রানঘাতি করোনা ভাইরাস বিশ^বাসীকে থমকে দিয়েছে। দেশে ভ্যাকসিন চলমান থাকলেও হঠাৎ করে এই ভারইসের প্রার্দূভাব বেড়ে যাওয়ায় সবাই সচেতন না হলে এই ভাইরাসের প্রার্দূভাব একে অপরের শরীরে প্রবেশ করে মহামারীতে রুপ নিতে পারে । কাজেই জনসচেতনতার কোন বিকল্প নেই। তিনি সুনামগঞ্জ জেলা ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি ও সাধারন সম্পাদক সহ সকল নেতৃবৃন্দকে এমন উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়ে আরো বলেন নিজে নিরাপদে থাকলে পরিবারের সদস্যরা যেমন নিরাপদে থাকবে তেমনি সমাজ ও রাষ্ট্র নিরাপদে থাকবে বলে তিনি সবাইকে মাস্ক পরিধান করে চলাচলসহ সচেতন হওয়ার আহবান জানান।

    সুনামগঞ্জ জেলা ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মো. সোহেল আহমেদ বলেছেন,এই ইজিবাইকগুলোতে জেলার বিভিন্ন অঞ্চলের মানুষজন প্রতিনিয়ত যাতায়াত করে থাকেন। সেই লক্ষ্যে ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদ থেকে সাধারন মানুষজনকে চলাচলে সচেতনতা অবলম্বনের জন্য মাইকিং করে প্রচার প্রচারণা চালানোর পাশাপাশি প্রতিটি ইজিবাইকে স্ট্রিকার লাগানোসহ চালক ও যাত্রীসাধারনকে মাস্ক পরিধানের জন্য মাস্ক বিতরণ করা হয়েছে। নিজে নিরাপদে থাকলে পরিবারের প্রতিটি সদস্যসহ সমাজ এবং রাষ্ট্র নিরাপদে থাকবে এবং জনসচেতনার মাধ্যমে সবাই মহামারী করোনা ভাইরাস থেকে পরিত্রান পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

    আরও খবর

    Sponsered content