• দুর্ঘটনা

    ভয়াবহ অগ্নিকাণ্ডে জগন্নাথপুরে চারটি ঘর পুড়ে ছাঁই

      প্রতিনিধি ২ মার্চ ২০২১ , ১২:৪৫:৫৫ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুর এর পল্লীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৪টি বসত ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

    স্থানীয় প্রত্যক্ষদর্শী একাধিক ব্যাক্তি সূত্রে জানাযায়, আজ ২ রা মার্চ বিকাল ৪ ঘটিকার দিকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়ন এর অন্তর্ভুক্ত গোতগাঁও গ্রাম নিবাসী মোঃ ফুল মিয়ার বাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় এলাকাবাসী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভানোর চেষ্টা চালান। প্রায় ঘন্ট্যাব্যাপী প্রাণপণ চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রনে এলেও ততক্ষণে মোঃ ফুল মিয়ার একটি ঘর সহ পার্শ্ববর্তী মোঃ বশর মিয়ার একটি ঘর, মোঃ সমর মিয়ার একটি ঘর ও মোঃ সরুজ্জামান এর একটি ঘর আগুনে ভূস্মিভূত হয়ে পড়েছে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার জানিয়েছেন।
    বিদ্যুতের শর্ট সাকিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    আরও খবর

    Sponsered content