প্রতিনিধি ৩ মার্চ ২০২১ , ৮:০৩:৩৬ অনলাইন সংস্করণ
কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ।। সুনামগঞ্জ জেলা গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা লেখক- গবেষক সুনামগঞ্জের সিনিয়র আইনজীবী মরহুম অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু’র মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ২টায় আইনজীবী সমিতির ভবনে জেলা গণতান্ত্রিক আইনজীবী সমিতির’ উদ্যোগে এই শোকসভা অনুষ্ঠিত হয়।
শোকসভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন অ্যাড. আবু হানিফ মো. নোমান। পরে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ গণতান্ত্রিক সমিতি সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাড. রুহুল তুহিন।
সিনিয়র আইনজীবী হুমায়ূন মঞ্জুর চৌধুরীর সভাপতিত্বে শোকসভায় বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী সত্যব্রত রায়, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. রবিউল লেইস রাখেস, বর্তমান সভাপতি অ্যাড. মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাড. আকতারুজ্জামান সেলিম, সাবেক সভাপতি অ্যাড. চাঁন মিয়া, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. কাউসার আলম, অ্যাড. মাসুক আলম, অ্যাড. মুজিবুর রহমান, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মতিউর রহমান পীর, অ্যাড. আইনুল ইসলাম বাবলু, অ্যাড. সেরনূর আলী, পি.পি নান্টু রায়, অ্যাড. মলয় চক্রবর্তী রাজু, অ্যাড. মনিষ কান্তিদে, অ্যাড. মতিয়া বেগম, অ্যাড. আবুল বাশার, অ্যাড. সালেহ আহমদ, অ্যাড. শামীম প্রমুখ।
শোকসভা পরিচালনা করেন জেলা গণতান্ত্রিক সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. এনাম আহমদ।
এমন গুণীব্যক্তির আকস্মিক মত্যুতে জেলা আইনজীবী সমিতির একজন অভিভাবক হারিয়েছি উল্লেখ করে শোকসভায় বক্তারা বলেন, অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু ছিলেন একাধারে কবি-সাহিত্যিক ও মুক্তিযোদ্ধ বিষয়ক গবেষক। দেশ স্বাধীন করতে তিনি ১৯ বছরেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। স্বাধীনতার পরও তিনি মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নে কাজ করেছেন আমত্যু। বিশেষ করে সব সময় তিনি কৃষক জনতার পাশে থেকেছেন। কৃষক আন্দোলন গড়ে তুলেছেন। অসহায় মানুষদের আইনী সহায়তা দিয়েছেন। আইনজীবীদের পাশেও থেকেছেন। নতুনদের আগলে রাখতেন মমতা দিয়ে। যতটুকু পেরেছেন তাদের নিজের কাছে রেখে শিখিয়েছেন উকালতির পথঘাট।