প্রতিনিধি ২৭ মার্চ ২০২১ , ২:২৬:০৫ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধি: বায়তুল মোকারাম, হাটহাজারী, বি বাড়িয়াসহ দেশব্যাপী মাদ্রাসার নিরীহ ছাত্র, মুসল্লী, হেফাজত কর্মী ও সাধারণ জনগণকে রাষ্ট্রীয় সন্ত্রাস কর্তৃক হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে হেফাজত ইসলামী বাংলদেশ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দরা।
শনিবার (২৭ মার্চ) বিকালে হেফাজত ইসলাম সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের মাদানীয়া মাদ্রাসা’র সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে আসলে পুলিশ চারদিকে তাদেরকে ঘেরাও দিলে তারা সেখানেই প্রতিবাদ সমাবেশ করে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা হেফাজত ইসলামের আমীর মাওলানা আব্দুল বাছির, হেফাজত ইসলামের নেতা মাওলানা আক্তার হোসেন, মুফতি বদরুল আলম, মাওলানা আব্দুর রকিব, মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী, মাওলানা তোফাজ্জল হক আজিজ প্রমুখ।
বক্তারা বলেন, হেফাজত ইসলাম বাংলাদেশে কোন অশান্তি সৃষ্টি করেনা, দেশে অশান্তি সৃষ্টি করে সরকার দলীয় লোক ও পুলিশ বাহিনী, গতকাল শান্তিপূর্ণ ভাবে সকল মুসল্লী নামায পরে মসজিদ থেকে বের হওয়ার সময় সরকার দলীয় লোক ও পুলিশের দ্বারা হামলার শিকার হয়েছে, অনেক মারাও গেছে। এর জবাব দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিতে হবে। আর আগামীকাল রবিবার সকাল সন্ধ্যা হরতালে পুলিশ যদি কোন বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে আমরা আরো কঠোর হতে বাধ্য হবো। আজকে বিক্ষোভ মিছিল আটকে দিয়েছেন আমরা কিছু না বলে মেনে নিয়েছি, যদি আগামীকাল হরতালে কোন ধরনের অশান্তি সৃষ্টি করেন তাহলে আমরা চুপ করে বসে থাকব না। বক্তারা আরো বলেন, আমরা সকলে মিলে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করতে চেয়েছিলাম সেই জন্য সরকার কাছে একটা দাবি করেছিলাম ইসলাম বিরোধী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যাতে বাংলাদেশে না আসতে পারে। কিন্তু সরকার প্রধান আমাদের কথা না শুনে নরেন্দ্র মোদিকে বাংলাদেশ এনে বিশাল সংবর্ধনা জানাচ্ছেন আর মুসলমানদের বুকে উনার বাহিনী দ্বারা গুলি চালাচ্ছেন আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পরে নিহতের আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।