• দিবস উদযাপন

    বঙ্গবন্ধু কারাগারকে সংসার বানিয়ে দেশকে মুক্ত করছেনে-এমপি শাওন

      প্রতিনিধি ১৭ মার্চ ২০২১ , ৬:২৬:০৫ অনলাইন সংস্করণ

    তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা: ভোলা-৩ আসনের সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। তাকে বার বার কারাগারে অন্যায় ভাবে আটক রাখা হয়েছে। কারাগারকে সংসার বানিয়ে দেশকে মুক্ত করেছেন বঙ্গবন্ধু। তিনি নিজের নিশ্চিত মৃত্যু যেনেও দেশের র্স্বাথে ছিলেন আপোষহীন। বঙ্গবন্ধুর ঋন কখনো শোধ হবার নয়। নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার চেতনা ও সঠিক ইতিহাস তুলে ধরতে হবে।
    বুধবার সকালে তজুমদ্দিন উপজলো মিলনায়তনে বঙ্গবন্ধুর ১০১তম জন্মদিন ও জাতিয় শিশু দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন এসব কথা বলেন।

    উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সম্পাদক ফজলুল হক দেওয়ান, ওসি এসএম জিয়াউল হক, মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মহিউদ্দনি পোদ্দার, আ’লীগ সহ সভাপতি তৈয়বুর রহমান, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ হেলালউদ্দিন সুমন, উপজেলা সমাজ সেবা অফিসার সিদ্দিকুর রহমান, পল্লী দারিদ্র বিমোচন অফিসার মনোরঞ্জন দে প্রমুখ।

    আরও খবর

    Sponsered content