• সভা/সেমিনার

    নৃশংসভাবে মানুষ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

      প্রতিনিধি ৩০ মার্চ ২০২১ , ২:৫৫:৫৭ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধি:: বর্তমান সরকার কর্তৃক নৃশংসভাবে মানুষ হত্যা, ন্যাক্কারজনক হামলা, নারকীয় তান্ডব এবং গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার হরণের প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি।
    মঙ্গলবার সকালে পুরাতন বাসট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত ভবনের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। জেলা বিএনপি’র সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ সভাপতি নাদের আহমদ প্রমুখ।
    বক্তারা বলেন, স্বাধীনতার সুবর্ন জয়ন্তীতে সরকার মানুষ খুন করেছে। শত শত লোক মৃত্যু যন্ত্রনায় কাতরাচ্ছে। জনগনকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। সব অপকর্মের জবাব একদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিতে হবে

    আরও খবর

    Sponsered content