প্রতিনিধি ১০ মার্চ ২০২১ , ১২:০৯:৩৫ অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপড়া ইউনিয়নের ইসলাম পুর গ্রামের বিতর্কিত ব্যক্তি আছকির আলীর ওরসের নামে নারী পুরুষের অবাধ মেলামেশা, বেহায়াপনা, মদ,জুয়া,গাজা,র আসরের মাধ্যমে যুবক দের চরিত্র হননের হাত থেকে রক্ষা করতে স্থানীয় আলেমসমাজ ও ধর্মপ্রাণ মুসল্লীগন অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে ডাক দিয়ে সেখানে গণজমায়েতের কর্মসূচি ঘোষণা করেন প্রতিরোধ কমিটির আমীর মাওলানা জাকির হোসেন।
ওরশ এর নামে অসামাজিক ও অনৈসলামিক কার্যকলাপ ও যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধে গতকাল বাদ আছর ইসলামপুর মাঠে গন জমায়েত অনুষ্ঠিত হয়েছে।
গনজমায়েত ও ওরস কে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি চলতে থাকে একপর্যায়ে রাত ১ টার সময় ওরশের আয়োজক আছকির আলীর নেতৃত্বে ইসলামপুর গ্রাম থেকে আসার পথে অতর্কিত হামলা চালায় তৌহিদী জনতা ও ওলামায়ে কেরামের উপর, এতে অনেকেই আহত অবস্থায় আছেন।
তবে জাবির হোসাইন চৌধুরী নিজের ফেসবুকে লিখেছেন ইসলামপুর এ আসার পথে ভন্ড আছকির গং দের হামলার ঘটনার পর মাফ চেয়ে অবশেষে শেষ রক্ষা হল তার।
ওরস বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।