প্রতিনিধি ১১ মার্চ ২০২১ , ৯:০৯:৫৭ অনলাইন সংস্করণ
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ দিরাইয়ে হাওর রক্ষা বাঁধ (পিআইসি) মেরামত কাজের টাকা আত্মসাতের পাল্টা অভিযোগ পাওয়া গেছে। উপজেলার টাঙ্গোয়ার হাওরের পিআইসিনং ৩৬ এর সাধারণ সম্পাদক চুনু মিয়া একই পিআইসির সভাপতি উপজেলার কুলঞ্জ ইউনিয়নের রাড়ইল গ্রামের ফরহাদ হোসেন চৌধুরী’র বিরুদ্ধে বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে পিআইসির টাকা আত্মসাতের পাল্টা লিখিত অভিযোগ করেন।
অভিযোগে চুনু মিয়া উল্লেখ করেন,১৭ ফেব্রয়ারী আমার পিআইসির সভাপতি ফরহাদ হোসেন চৌধুরী পিআইসির প্রথম কিস্তির চার লাখ ৬৭ হাজার ৯০০ টাকা দিরাই অগ্রনী ব্যাংক থেকে উত্তোলন করে কোন টাকা বাঁধের কাজে ব্যয় করেননি।
এমনকি দ্বিতীয় কিস্তির ৪ লক্ষ ৬৭ হাজার ৯ শত টাকার সব টাকাই সভাপতি নেন।
পিআইসির সাধারণ সম্পাদক চুনু মিয়া
বলেন, এস্কেভেটার ও ড্রাম ট্রাকের ঠিকাদার মোঃ কুতুব উদ্দিনকে ১লক্ষ ৪৬ হাজার ৩শত টাকা,ট্রাকের তৈল বাবৎ ৮১ হাজার টাকা,লেভার বাবৎ ৩০ হাজার, মাটি ক্রয় বাবৎ ৪০ হাজার,রাস্তা মেরামতে ৭ হাজার টাকা আমি দিয়েছি এবং পিআইসি বাবৎ আরো ১০ হাজার টাকা আমার পকেট থেকে খরচ হয়।
পিআইসি বাবৎ সভাপতির কাছে
আমার পাওনা রয়েছে ৩লক্ষ ১৪ হাজার ৩ শত টাকা।
সভাপতির নিকট পিআইসির জমা ৯ লক্ষ ৩৫ হাজার ৮শত টাকার এখন ও তিনি কোন ক্ষাতে ব্যয় করেননি, হিসেব ও দেননি,আমার পাওনা টাকা চাওয়াতেই
তিনি মিথ্যার আশ্রয় নিয়ে মামলার হুমকি দেন।
আমার পাওনা টাকা দাবী করলে সভাপতি বিভিন্ন টালবাহানা করেন,দেই দিচ্ছি বলে সময়ক্ষেপণ করেন।
একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় এই মিথ্যা অভিযোগ ও সংবাদের অবতারণা
করেন, এমনকি আমাকে সম্পাদক থেকে অব্যহতির জন্য ও অভিযোগ করেন।
আমাকে কোনো টাকা না দেওয়ায় আমি কর্জ করে টাকা এনে হাওর রক্ষা বাঁধ মেরামত কাজ করি।
তাই ফরহাদ চৌধুরীর আত্মসাৎ কৃত টাকা উদ্ধারের জন্য মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত আবেদন করেছি।