প্রতিনিধি ১৮ মার্চ ২০২১ , ১০:০৬:৪৪ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ দিরাইয়ের রাজানগর ইউনিয়নের ফাতেমানগর খালপাড় হাটির মোঃ ইরফান আলী ও উমেদ নগর গ্রামের মোঃ হান্নান মিয়ার মাঝে নদীর পাড়ে হাঁস ছড়ানো নিয়ে আজ বৃহস্পতিবার সকালে এক ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে এতে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন, আহতরা হলেন ইরফান আলীর পক্ষে ইয়াসীন মিয়া (২৮)নাসির (৩০) সাজ্জাদ (২৫) নুর ইসলাম (৩০) নাইম(২২)আনোয়ার হোসেন খাজা (৪০) আউয়াল মিয়া (৪০) ইরফান আলী (৫০) রেদওয়ান (২০) আসকীর (২২) শপিকুল ইসলাম (৫৪) শাহীন(৩০) ইলিয়াস(৩৫)ফয়সল(৩৫) হান্নান মিয়ার পক্ষে আহত হয়েছেন রজব আলী (৫০) ফয়সল(৪০) জিয়াবুর (৩৮) আলমগীর (৩০) কদ্দুস মিয়া (৫৫) আজহার (৩০) খালেদ মিয়া (৩২) প্রমুখ।
গুরুতর জখমীদের মাঝে অনেককেই সিলেট উসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেছে দিরাই উপজেলা হাসপাতাল কর্তৃপক্ষ। জানা যায় উমেদনগরের হান্নান মিয়ার পালিত হাসের পাল ইরফান আলীর নদী ঘাট দিয়ে উঠা নামা করায় নদী ঘাটের পানি নষ্ট করায় অজুহাতে হাস নামাতে বাঁধা প্রদান করেন ইরফান আলী এতে ক্ষুব্ধ হয়ে হান্নান মিয়ার সাথে ইরফান আলীর সংঘর্ষ বাধে। ইরফান আলী তার ভাই ভাতিজা নিয়ে বের হলে উমেনগর গ্রামের হান্নান মিয়ার লোকের সাথে ইরফান আলীর সংঘর্ষ বাধে। এতে ইরফান আলীর ঘরবাড়ি ভাংচুর শিকার হয়, একপর্যায়ে ইরফান আলী অসহায় হয়ে মসজিদের মাইকে তাদেরকে বাঁচানোর আহ্বান করলে স্হানীয় লোকজন এগিয়ে আসে এবং দৈনিক ভাটি বাংলা ডটকম এর পক্ষ থেকে ৯৯৯ এ কল করে পুলিশকে অবহিত করলে দিরাই থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় পক্ষের কেউই মামলা করেননি। দিরাই থানা পুলিশ এব্যাপারে অভিযোগ পেলে সঠিক তদন্ত করে নিবে বলে জানান।