প্রতিনিধি ১৭ মার্চ ২০২১ , ১১:২১:৩১ অনলাইন সংস্করণ
শফিকুল ইসলাম স্বাধীন, তাহিরপুরঃ সুনামগঞ্জ জেলার তাহিরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকি পালন করা হয়েছে।এ উপলক্ষে তাহিরপুর উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন,তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্থবক অর্পন করেছে। ১৭ই মার্চ সকাল ১১টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে জন্মশত বার্ষিকির আনুষ্টানিকভাবে কেক কাটা শেষে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন খানের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকনের সঞ্চানায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি আব্দুছ ছোবাহান আখঞ্জি,সহ সভাপতি আলী মর্তুজা,সাধারণ সম্পাদক অমল কর,যুগ্ম সাধারন সম্পাদক শফিকুল ইসলাম,আমিনুল ইসলাম,সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন,দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ,শ্রমিকলীগ যুগ্ম আহবায়ক মতিউর রহমান,ইসলামী ফাউন্ডেশনের তত্বাবধায়ক আব্দুল হান্নান,দলীয় নেতা নুরুল হক মাষ্টার,আইরিন আক্তার,বাবুল মিয়া প্রমূখ।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা দ্বীন ইসলাম প্রমূখ।