প্রতিনিধি ২৯ মার্চ ২০২১ , ৩:৫৪:৩৫ অনলাইন সংস্করণ
মাহমুদ আহসান হাবিব,ঠাকুরগাঁও॥ ঠাকুরগাঁয়ে রাণীশংকৈল উপজেলার মহারাজার এলাকার পাঁচপীর কবরস্থানটি স্থানীয়ভাবে একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী স্থান। নির্জন হওয়ায় কবরস্থানটি বর্তমানে মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ীদের নিরাপদ স্থানে পরিনত হয়েছে। এছাড়াও কবরস্থানে অবাধে নারী ও গবাদি পশুর প্রবেশে পবিত্রতা নষ্টের অভিযোগ করেছে এলাকাবাসী। সরেজমিনে গিয়েও যার প্রমান মেলে। এলাকাবাসী অভিযোগ করে বলেন, শত চেষ্ঠা করেও এই সমস্যা সমাধান করা সম্ভব হচ্ছে না। বেশ কয়েকবার সীমানা প্রাচির দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও অদৃশ্য কারণে তা বন্ধ হয়েয়ে যায়। এই এলাকার জনপ্রতিনিধিরাও বিষয়টা নিয়ে উদাসিন। তারা অভিযোগ করে আরোও জানান, আমাদের এ কবরস্থানটি ঐতিহ্যের দিক থেকে বেশ পুরোনো। এ কবরস্থানটি দিয়েই আমাদের এ এলাকাটি পরিচিতি পেয়েছে। বর্তমানে এ জায়গাটি এখন মাদকসেবী ও ব্যবসায়ীরা তাদের স্বর্গরাজ্য বানিয়ে ফেলেছে। প্রশাসনের নজরদারী বাড়ালে এসব বন্ধ হবে এবং এটির পবিত্রতা রক্ষা পাবে। স্থানীয় ফয়জিয়া মহিউল ইসলাম ক্বাওমী মাদরাসার পরিচালক ও পাঁচপীর কবস্থানের তত্বাধায়ক আব্দুল মজিদ বলেন, আমি সর্Ÿোচ্চ চেষ্ঠা করছি কবরস্থানটির পবিত্রতা রক্ষা করার জন্য। সীমানা প্রচীর না থাকায় অবাধে যে কেউ যে কোনো সময় প্রবেশ করছে ও বের হয়ে যাচ্ছে। ওই এলাকার ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ বলেন, আমরা বেশ কয়েকবার সীমানা প্রচীর দেওয়ার উদ্যোগ নিলেও তা করতে পারিনি। আমরা চাই কবরস্থানের পবিত্রতা রক্ষার্থে সরকারীভাবে কোন পদক্ষেপ নেওয়া হোক ।