প্রতিনিধি ১৫ মার্চ ২০২১ , ১০:৫০:৩৩ অনলাইন সংস্করণ
মাহমুদ আহসান হাবিব,ঠাকুরগাঁও॥ ঠাকুরগাঁওয়ে জেলা ট্রাক, ট্যাংকলরী,কাভার্ডভ্যান ও পিকআপ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা ট্রাক, ট্যাংকলরী,কাভার্ডভ্যান ও পিকআপ শ্রমিক ইউনিয়নের আয়োজনে সোমবার দুপুরে সংগঠনটির নিজস্ব কার্যালয়ের সামনে এ সভাটি অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সভাপতি জয়নুদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আঞ্চলিক শ্রম দপ্তর দিনাজপুরের শ্রম কর্মকর্তা শাহিনুর ইসলাম, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, ঠাকুরগাঁওয়ে জেলা ট্রাক, ট্যাংকলরী,কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি আসাদুজ্জামান, সধারন সম্পাদক জাকারিয়া প্রামানিক, জেলা ট্রাক, ট্যাংকলরী,কাভার্ডভ্যান ও মালিক শ্রমিক ঐক্য পুরষদের আহবায়ক ইন্দ্রজিত ঠাকুরতা গুহ রিংকু প্রমুখ।