প্রতিনিধি ৯ মার্চ ২০২১ , ১১:০৮:৩৪ অনলাইন সংস্করণ
নবীন মাহমুদ, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
স্থানীয় সরকার নির্বাচনের প্রথম স্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনকড়া নাড়ছে দুয়ারে। গত নির্বাচন থেকে দলীয় প্রতীকের ভিত্তিতে চেয়ারম্যান প্রার্থী মনোনীত হওয়ার বিধান করায় নতুন মাত্রা যোগ করেছে স্থানীয় সরকার নির্বাচনে। প্রত্যেক দলের তৃণমূলে একদিকে দলীয় প্রতীকের জন্য জোরালো লবিং অন্যদিকে বঞ্চনার হাহাকার তৃণমূল ও ভোটারদের মাঝে বিভক্তি বৈষম্য চরমে। টানা ৩ মেয়াদে ক্ষমতাসীন আওয়ামী লীগের ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ১০ ইউনিয়নের সৌভাগ্যবান নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হয়েছেন যারা।
১নং ভৈরবপাশা ইউনিয়নঃ- আঃ হক হাওলাদার।
২নং মগর ইউনিয়ন – বর্তমান চেয়ারম্যান মোঃ এনামুল হক শাহিন।
৩নং কুলকাঠি ইউনিয়নঃ- বর্তমান চেয়ারম্যান এইচ এম আখতারুজ্জামান বাচ্চু।
৪নং রানাপাশা ইউনিয়ন – শাহজাহান হাওলাদার।
৫নং সুবিদপুর ইউনিয়ন – আঃ গফফার খান।
৬নং কুশঙ্গল ইউনিয়ন – বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসেন শিকদার।
৭নং নাচন মহল ইউনিয়ন – বর্তমান চেয়ারম্যান সিরাজুল ইসলাম সেলিম।
৮নং সিদ্ধকাঠী ইউনিয়নঃ- বর্তমান চেয়ারম্যান কাজী জেসমিন।
৯নং দপদপিয়া ইউনিয়ন – বর্তমান চেয়ারম্যান সেহরাব হোসেন বাবুল মৃধা।
১০নং মোল্লারহাট ইউনিয়ন – এ্যাড,মাহবুবুর রহমান সেন্টু।।
Notifications