প্রতিনিধি ২৪ মার্চ ২০২১ , ১:৫৭:০৫ অনলাইন সংস্করণ
নবীন মাহমুদ, ঝালকাঠি জেলা প্রতিনিধি:
ঝালকাঠি শিল্পকলা একাডেমীতে বুধবার দিনব্যাুপি নানা আয়োজনের মধ্য দিয়ে লেখালেখি সাহিত্য সম্মাননা -২০২০ সম্পন্ন হয়েছে। এতে বরিশাল বিভাগের ৫ জেলার ৫ জন প্রবীণ লেখককে ক্রেষ্ট দিয়ে সম্মাননা জানানো হয়। এছাড়া রাজাপুরের কবি মাহমুদা খানমের পঞ্চম কাব্যগ্রন্থ “অদৃশ্য অরণ্যে” বইটিও মোড়ক উন্মোচন করা হয়েছে। অনুষ্ঠানে জেলা মোঃ জোহর আলী উদ্বোধক ছিলেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কবি ড. শামীম রেজা প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল ইসলাম, সাংস্কতিক ব্যক্তিত্ব মনোয়ার হোসেন খান। ঝালকাঠি কবিতাচক্রের সাধারণ সম্পাদক মুঃ আল আমীন বাকলাইর সভাপতিত্বে বক্তব্য রাখেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি চিত্ত রঞ্জন দত্ত, ড. শামীম আহসান, শফীক আমীন, জাহাংগীর হোসাইন মানিক, মাহমুদা খানম। অনুষ্ঠানে সংগীত ও কবিতা আবৃত্তি করেন বিভিন্ন স্থানের করি ও সাংস্কৃতিক কর্মীরা। এতে উপস্থিত ছিলেন ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশালের কবি সাহিত্যিক লেখকবৃন্দরা অংশ নেন। এ অনুষ্ঠানকে ঘিরে বিভাগের বিভিন্ন স্থানের কবিদের মিলন মেলায় পরিনত হয়।