প্রতিনিধি ৮ মার্চ ২০২১ , ৬:২৭:৪৯ অনলাইন সংস্করণ
আব্দুল মতিন মাসুদ, ময়মনসিংহ।। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন রাফিকুজ্জামান,তিনি তার কর্মদক্ষতায় হাট বাজার ও উন্নয়ন কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করায় ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন ধোবাউড়ায় কর্মরত সুযোগ্য নির্বাহী অফিসার রাফিকুজ্জামান।
জেলা প্রশাসন ময়মনসিংহ কে হাট বাজার ব্যবস্থাপনা ও উন্নয়ন কার্যক্রমে সফল করায়, ধোবাউড়া উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান’কে জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত করে স্থানীয় সরকার পুরস্কার – ২০২০ প্রদান করা হয়।
ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী উপজেলা ধোবাউড়ায় তিনি যোগদানের পর থেকে পরিচ্ছন্ন মননশীলতা কর্মদক্ষতা ও সততা এবং সুনামের সাথে রাষ্ট্রের অর্পিত সকল দায়িত্ব পালন করে যাচ্ছেন।তার কষ্টের ফসল হিসেবে জেলায় শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন। স্যারের সাফল্যতা কামনা করছি।