• সুনামগঞ্জ

    জগন্নাথপুরে হেফাজতের ডাকা সকাল -সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণ ভাবে পালিত

      প্রতিনিধি ২৮ মার্চ ২০২১ , ৭:২১:৩১ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ বাংলাদেশ হেফাজতে ইসলাম এর ডাকা সকাল- সন্ধ্যা হরতাল জগন্নাথপুরে শান্তিপূর্ণ ভাবে পালিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পয়েন্টে পয়েন্টে পিকেটিং করেছেন নেতাকর্মী বৃন্দ।

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে গত ২৬ শে মার্চ শুক্রবার ঢাকার বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গন, ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রাম এর হাটহাজারীতে সংঘর্ষ এবং পুলিশের গুলিতে মাদ্রাসাছাত্র নিহতের ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে আজ ২৮ শে মার্চ রোববার সকাল সন্ধ্যা হরতাল এর সমর্থনে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হাসপাতাল পয়েন্ট, ভবের বাজার, শ্রীধরপাশা দারুলউলুম মাদ্রাসা পয়েন্ট ও সৈয়দপুর সহ জগন্নাথপুর – পাগলা সড়কের ভাতগাঁও পয়েন্টে সকাল থেকে মিছিল, সভা ও পিকেটিং করেছেন ধর্মপ্রান মুসল্লী ও বাংলাদেশ হেফাজতে ইসলামের স্থানীয় নেতাকর্মী বৃন্দ। এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করতেও দেখা গেছে তাদের। সড়কের বিভিন্ন পয়েন্টে প্রতিবন্ধকতা থাকার ফলে হরতাল চলাকালীন সময়ে দূরপাল্লার কোনো যানবাহন জগন্নাথপুর – পাগলা ও জগন্নাথপুর -বিশ্বনাথ-সিলেট সড়কে চলাচল না করলেও জগন্নাথপুর পৌর সহর সহ আভ্যন্তরীন সড়ক গুলোতে ছোট ছোট যানবাহন চলাচল করেছে। শান্তিপূর্ণ ভাবে সকাল ৬ থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত হরতাল পালিত হয়েছে।
    এদিকে হরতাল এর নামে অপ্রীতিকর ঘটনা ও নাশকতা ঠেকাতে স্থানীয় প্রশাসন মাঠে ছিল।

    আরও খবর

    Sponsered content